স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
চিরবিদায় নিলেন রংপুরের সজ্জ্বন আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াছ আহমেদ। রোববার (২৯ জানুয়ারি) ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
ভোরে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে ভির জমান সহকর্মী, শুভাকাংখি আত্মীয় স্বজনরা । এরপর বেলা সাড়ে ১১ টায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় তার কর্মস্থল রংপুর কোট চত্বরে। এরপর তার রাজনৈতিক কর্মস্থল নগরীর বেতপট্রিস্থ আওয়ামীলীগ কার্যালয়ে তার বেলা ১২টায় তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে বাদ জোহর কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মহানগরীর শালবন মিস্ত্রিপাড়া কবরস্থানে সমাহত করা হয়। তার নামাজে জানাযা ও দাফন কাজে আওয়ামীলীগ ছাড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আওয়ামীলীগের দলীয় সূত্র জানিয়েছে, মরহুম ইলিয়াছ আহমেদ ১৯৬৭ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। ১৯৭০ সালে তিনি রংপুর কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। পরবর্তীতে রংপুর মহুকুমা ছাত্রলীগের নেতা হিসিবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। ১৯৭১ সালের সরাসরি অংশ নেন মুক্তিযুদ্ধের সম্মুখ লড়াইয়ে। যুবলীগ গঠন হলে তিনি রংপুর যুবলীগের সাধারণ সম্পাদক হন। পরবর্তীতে সভাপতি হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তীতে বিভিন্ন মামলায় নির্যাতনের শিকার হন। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে এসে দলের দায়িত্ব গ্রহণ করার কিছুদিন পর ১৯৮৪ সালে দল ভাঙনের কবলে পরলে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। এরপরপ্রায় দুই দশক তিনি ওইপদে থেকে রংপুরে আওয়ামীলীগকে সংগঠতি করেন। ২০১১ সালের পর তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রংপুর বারের নেতৃত্ব দানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আওয়ামীলীগের রাজনীতিকে রাজপথের লড়াকু এবং সজ্জন রাজনীতিবিদ ও আইনজীবি হিসেবে তার পরিচিত সর্বমহলে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা ও মহানগর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠন, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply