স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
চারণ সাংবাদিক মোনাজাত উদ্দীনের মৃত্যুবার্ষিকী এবং সব্যসাচী লেখক সৈয়দ সামসুল হকের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করেছে সাহিত্য সংগঠন ফিরে দেখা।
শনিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের আইডিয়া প্রকাশন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্যিক লেখক রফিকুল করিম মুকুল। আলোচনায় অংশ নেন মোস্তফা তোফায়েল হোসেন, সাকিল মাসুদ, সাহিনা সুলতানা, আল আমিন ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাপস মাহমুদ,মোঃ নুরুল আমিন মিলন, মাহবুবা লাভীন, তোফাজ্জল হোসেন, বিথী রানি সরকার, নীল রতন সরকার, মাহমুদ ইলাহি, ড.মোহাম্মদ মাহমুদুল আলম,নাফিসা নুসরাত মৌ প্রমুখ।
বক্তারা বলেন, সব্যসাচী লেখক সৈয়দ হক এবং চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের দেখানো পথে হাঁটতে হবে আমাদের। এটার কোন বিকল্প নাই। তাদের কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply