স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রাজনীতির নামে হোক আর সন্ত্রাসী নামে হোক যে বা যারা মানুষের চলাচল, জীবন এবং সম্পদ বিনস্ট করতে চাইবে আইনগতভাবে তাকে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের নবি নিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন।
সোমবার (৭ আগস্ট) দুপুরে কর্মস্থলে যোগ দিয়ে বৃষ্টি ভেজা হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এই মন্তব্য করেন ডিআইজি আব্দুল বাতেন। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত উডিআইজি মেহেদুল করিম, এসএম রশিদুল ইসলাম, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ রেঞ্জের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
ডিআইজি বলেন, রংপুর শান্তির শহর, এই শহরকে আরও শান্তিময় করতে কাজ করবে পুলিশ। সেজন্য সকলের সহযোগিতা দরকার।
তিনি বলেন, সামনে নির্বাচন। এই সময়ে কেউ জনসাধারণের সম্পদ যদি কেউ ধ্বংস করতে চায়, মানুষের নিরাপত্বা বিঘ্নিত করতে চায়, চলাচলের পথকে রোথ করতে চায় সেখানেই আমরা আইনগত ব্যবস্থা নিবো। এছাড়াও মাদক নির্মুল ও সম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা বলেন তিনি। বলেন, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্বায় পুলিশ আরও বেশি তৎপর হবে।
গত ১৬ জুলাই রংপুর রেঞ্জ ডিআইজিকে মোহা আবদুল আলীম মাহমুদকে এন্টি টেরোরিজম ইউনিটে পদায়নের পর রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেনকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলী করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply