আন্তর্জাতিক।।বাতায়ন২৪ডটকম।।
চলন্ত মোটরসাইকেলে বিপজ্জনকভাবে বসে আলিঙ্গন করায় গ্রেফতার হয়েছেন দুই তরুণ-তরুণী । সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের বিশাখাপত্তনমে । ব্যস্ত রাস্তায় ওই কাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর যুগলকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন এক তরুণ আর বাইকের ট্যাংকের ওপর মুখোমুখি বসে তাকে জড়িয়ে ধরে রেখেছেন এক তরুণী । এ দৃশ্য ভিডিও করেন পেছনে থাকা গাড়ির এক আরোহী । সেটি শেয়ার হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে যায় । এরপর নজরে পড়ে বিশাখাপত্তনম পুলিশেরও ।
বার্তা সংস্থা এএনআই’র বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, ভিডিওটি বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্ট সড়কে ধারণা করা হয়েছিল । মেয়েটির নাম কে শাইলাজা, বয়স ১৯ বছর এবং ছেলেটির নাম অজয় কুমার, বয়স ২২ বছর ।
ভিডিওটি নজরে আসার পরপরই তাদের গ্রেফতার করেছে বিশাখাপত্তনম পুলিশ । ডাকা হয় উভয়ের বাবা-মাকে । পরে অভিযুক্তদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয় ।
নগর পুলিশের কমিশনার সিএইচ শ্রীকান্ত বলেছেন, সব নাগরিক ও তাদের পরিবারের জন্য ট্রাফিক নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ । তিনি ট্রাফিক নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । বলেছেন, প্রয়োজনে অভিযুক্তদের যানবাহন জব্দও করা হতে পারে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply