স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম।।
পঞ্চগড়ঃ চলন্ত ইজিবাইক থেকে মাথা বের করেছিলেন এক যাত্রী। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ওই যাত্রী মাথায় গুরুতর আঘাত পান। পরে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, রোববার (৬ নভেম্বর) রাত আটটার দিকে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় পঞ্চগড়-আটোয়ারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৬৮)। তিনি গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়নের গাঞ্জাবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে বেলাল পঞ্চগড় শহর থেকে একটি ইজিবাইকে বাড়িতে ফিরছিলেন। এ সময় পঞ্চগড়-আটোয়ারী সড়কের গোয়ালপাড়া এলাকায় সড়কের পাশে একটি ট্রাক্টর থেমে ছিল।
ইজিবাইকটি ওই ট্রাক্টর ঘেঁষে অতিক্রম করার সময় হঠাৎ করেই বেলাল ইজিবাইকের ভেতর থেকে মাথা বের করেন। এ সময় থেমে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে বেলাল মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন বেলালকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত বেলাল হোসেনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply