স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
আন্দোলন নয়, শরিকদের সাথে বিএনপি ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চক্রান্তের মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষতি করাই দলটির পরবর্তী উদ্দেশ্য বলেও দাবি করেন তিনি।
শনিবার (৬ মে) সকালে দলের যৌথসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি নির্ধারণে বঙ্গবন্ধু এভিনিউ এ আয়োজন ছিলো যৌথসভার। সভায় কেন্দ্রীয় নেতাদের সাথে যোগ দেন দলের সহযোগী সংগঠনের নেতারা।
সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় যাদের হিংসা হয় তারাই প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করছে। এ সময় কেবল জয়ী হবার গ্যারান্টি পেলেই বিএনপি’র কাছে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
সিটি নির্বাচনগুলোতে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে কর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। মন্ত্রী এবং সংসদ সদস্যদের নির্বাচনী বিধি মেনে চলার পরামর্শও দেন তিনি।
বাতায়ন২৪ডটকম।।হামি
Leave a Reply