স্টাফ করেস্পন্ডেন্ট।।ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ট্রাভেল ব্যাগে করে ১০ কেজি গাঁজা নিয়ে আসার পথে মো. শামীম (৩৫) ও বিলকিস আক্তার রিয়া (৩২) নামে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) । আটকরা সম্পর্কে স্বামী-স্ত্রী । তারা বেড়ানোর নামে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে কারওয়ান বাজারে সরবরাহ করতেন ।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের আটক করা হয় । আটকরা কসবা থানার চারুয়া মন্দবাগ বাজার এলাকার বাসিন্দা ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শামীম ও বিলকিস আক্তার রিয়াকে আটক করা হয় । তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয় । আটকরা জিজ্ঞাসাবাদের জানান, তারা দুজন স্বামী-স্ত্রী । প্রায় বছরখানেক ধরে বেড়ানোর নামে ব্রাহ্মণবাড়িয়া থেকে কারওয়ান বাজারে গাঁজা সরবরাহ করে আসছেন তারা ।
তাদের বিরুদ্ধে ডেমরা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলে জানান ডিএনসির এই কর্মকর্তা ।
বাতায়ন২৪ডটকম/আশা
Leave a Reply