স্টাফ করেসপন্ডেন্ট,নীলফামারী।।বাতায়ন২৪ডটকম।।
মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা নীলফামারী । সপ্তাহের প্রতিদিনই সন্ধ্যার পর থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ । দৃষ্টিসীমা কম থাকায় বিঘ্ন ঘটছে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে ।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মজিবুর রহমান ।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি । দৃষ্টিসীমা পরিমাপ করছি । কখন বিমান চলাচল স্বাভাবিক হবে বলা যাচ্ছে না । শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বিমান চলাচলে বিঘ্ন ঘটে । এজন্য ফ্লাইট চলাচলের সিডিউল পরিবর্তন করা হয়েছে । তবে কোনো ফ্লাইট বাতিল করা হয় না ।
বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানায়, সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার, বেলা ১১টায় ১০০ মিটার । যা দুপুর ১২টায় বেড়ে দাঁড়ায় ২০০ মিটারে । সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে । তাই কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply