বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ অপরাহ্ন

ঘন কুয়াশায় ব্রেক ফেইল, দুই বাসের সংঘর্ষে নিহত ৩ আহত ১৫

ঘন কুয়াশায় ব্রেক ফেইল, দুই বাসের সংঘর্ষে নিহত ৩ আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছে অন্তত ১৫ জন। পুলিশ বলছে ঘন কুয়াশায় ব্রেক ফেল করায় ঘটেছে দুর্ঘটনা। এ ঘটনায় তদন্ত কমিটির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া জানান, কয়েকদিন থেকে রংপুর অঞ্চলে চলছে শীত আর কুয়াশার দাপট। এরই মধ্যে বুধবার সকাল সাড়ে সাতটায় রংপুর দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের আলমপুরের চিকলি দোহালি পাড়া মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয় কুমিল্লাগামী তৃপ্তি পরিবহন এবং দিনাজপুরগামী সাইমুন পরিবহনের। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ১৫ জনকে।
নিহতদের মধ্যে আবুল কালাম এবং মুসলিম উদ্দিন তৃপ্তি পরিবহনের হেলপার। অপর নিহত সাইমন পরিবহনের চালকের নাম জানা যায়নি। মরদেহ তারাগঞ্জ হাইওয়ে পুলিশ থানা থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মুসলিমউদ্দিনের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর এবং আবুল কালামের বাড়ি চিরিরবন্দর এলাকায়।
রংপুর পুলিশের সহকারি পুলিশ সুপার বি সারকেল আশরাফুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে ব্রেক ফেল হয়ে এই দুর্ঘটনা। বেশি গতি থাকায় সাইমন পরিবহন তৃপ্তি পরিবহনে এসে সজোরে ধাক্কা দেয়ায় দুর্ঘটনা ঘটে। তদন্তে গঠন করা হবে কমিটি।
রংপুর জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনিন জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়া হচ্ছে। বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি মনিটরিংও করা হচ্ছে নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২০০০০ করে টাকা দাফন কাফনের জন্য অনুদান দেয়া হয়েছে। চিত্রলেখা নাজনীন আরো বলছেন মহাসড়ক গুলোতে কিভাবে দুর্ঘটনা ঠেকানো যায় সেজন্য নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার।
বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com