শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন

গ্রীষ্মকালীন জাতীয় আন্ত: স্কুল প্রতিযোগিতায় মারামারি,ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা

গ্রীষ্মকালীন জাতীয় আন্ত: স্কুল প্রতিযোগিতায় মারামারি,ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা

•স্টাফ করেসপন্ডেন্ট,বাতায়ন২৪.কম

গ্রীষ্মকালীন জাতীয় আন্ত: স্কুল, মাদ্রাসা শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতায় বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

গত সোমবার (৪ সেপ্টেম্বর) মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এতে নির্ধারিত সময় বেলা বারো টায় কেশবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সেমিফাইনাল ম্যাচটি চলছিল।খেলা চলাকালীন খেলায় নিয়মভঙ্গ (ফাউল) নিয়ে ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এক খেলোয়াড় আক্রমনাত্মকভাবে চড়াও হন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের উপর।এতে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা খেলা পরিচালক মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ করলে দুদলের খেলোয়ারদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে মাঠের দর্শক গ্যালারিতে থাকা শিক্ষার্থীরা ঢুকে পড়লে ঘটনা আরো তীব্র আকার ধারণ করে।

এ সময় দুই প্রতিষ্ঠানের শিক্ষকগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মীমাংসার চেষ্টা করেন। এতে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যেও হাতাহাতি হয়।

এতে চিত্র সংগ্রহকালে আক্রমণের শিকার হন অনলাইন নিউজ পোর্টালের বাতায়ন ২৪ ডট কমের সাংবাদিক রিপন শাহরিয়ার। চিত্র সংগ্রহকালে তার ফোন কেড়ে নেওয়া ও ধাক্কা দিয়ে ফেলে ঘটনাও ঘটায় এক শিক্ষক।

ছবিঃ আক্রমণকারী শিক্ষক বারী

এ ঘটনায় আক্রমণকারী আব্দুল বারী ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।পরবর্তীতে তিনি মুঠোফোনে দু প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্র শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা স্বীকার করলেও সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা অস্বীকার করেন।

এ বিষয়ে খেলা পরিচালনা কমিটির সভাপতি ইয়াকিন আলী জানান,“ খেলা চলাকালীন দুইদলের প্লেয়ারদের মধ্যে ধাক্কাধাক্কি চলছিল। আমরা মেটানোর চেষ্টা করেছি। আর সাংবাদিকের উপর আক্রমণ বিষয়ে আমি জানিনা”।

এ ঘটনায় সঠিক বিচার চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি আবেদন করে সাংবাদিক রিপন শাহরিয়ার।

উল্লেখ্য ছড়ান দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের বিরুদ্ধে আগেও এরকম ঘটনা ঘটার অভিযোগ আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com