বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৯ জন

গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৯ জন

আন্তর্জাতিক।।বাতায়ন২৪ডটকম।।

ভারতের গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারদের মধ্যে ওরেভা কোম্পানির কয়েকজন ম্যানেজার , সেতুর টিকিট কালেক্টর, সেতুর পুনঃসংস্কার করা ঠিকাদার এবং তিনজন নিরাপত্তাকর্মী; রয়েছেন যাদের দায়িত্ব ছিল ভিড় সামাল দেওয়া ।

এ বিষয়ে গুজরাট পুলিশের রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অশোক যাদব বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়েরের পর আমরা নয়জনকে গ্রেপ্তার করেছি । তাদের মধ্যে আছেন ওরেভা গ্রুপের দুই ম্যানেজার, দুইজন টিকিট কালেক্টর, দুইজন ঠিকাদার এবং তিনজন নিরাপত্তারক্ষী । গাফিলতির জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে ।’

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ার ঘটনায় শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৪১ জনে । এছাড়া আহতও হয়েছেন অসংখ্য । প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজনের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ।

প্রায় ১৫০ বছর আগে নির্মিত মোরবির ঝুলন্ত এই সেতুটি ভারতের ঐতিহাসিক স্থাপনার তালিকায়ও রয়েছে । গুজরাটের স্থানীয় নববর্ষ উপলক্ষে মেরামতের পর গত চারদিন আগে (২৬ অক্টোবর) সেতুটি পুনরায় খুলে দেওয়া হইয়েছিলো ।

মোরবি পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন, যথাযথ ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতুটি পুনরায় খুলে দেওয়া হয়েছিল । স্থানীয় একটি বেসরকারি ট্রাস্ট সেতুটির মেরামত ও সংস্কার কাজ করেছে । কিন্তু রাজ্য সরকারের ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ওই ট্রাস্ট সেতুটি খুলে দেয় তারা ।

ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা, ৩০৮ ধারা এবং ১১৪ ধারায় মামলা হয়েছে ।

সংবাদ সম্মেলনে রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল বলেন, ‘মোরবিতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । আমরা সমবেদনা প্রকাশ করছি । সব অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছি আমরা । উদ্ধারকাজ তত্ত্বাবধানে পুলিশ কাজ করছে ।’

সেই সঙ্গে তিনি আশ্বাস দেন, যখনই আমাদের হাতে কোনো তথ্য প্রমাণ আসবে, আমরা জড়িতদের গ্রেপ্তার করব । এরমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ।

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

বাতায়ন২৪ডটকম/আশা 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com