স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
গাজীপুর থেকে অপহৃত তিন বছর বয়সী এক শিশুকে রংপুর মহানগরীর টেনিস ক্লাব মাঠ থেকে উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকে। অপহরণের পর মুক্তিপণ দাবি করেছিল সে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানিয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন থানা কুনিয়া তালগাছ টেকপাড়া এলাকার সিফাত ইসলামের বাড়ির ভাড়াটিয়া মোঃ সামিদুল ইসলাম এর পুত্র মোঃ আরাফাত হোসেন (৩) কে শনিবার (২৮ জানুয়ারী) সকালে বাড়ির সামন থেকে কৌশলে অপহরণ করে রংপুরে আনা হয়। এরপর মুক্তিমন দাবি করে অপহরণকারী। এ ঘটনায় শিশু আরাফাতের পিতা গাজীপুর মেট্রোপলিটন থানায় মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে শনিবার রাতে রংপুর মেট্রোপলিটন থানাধীন নগরীর টেনিস ক্লাব মাঠ থেকে অপহৃত শিশু আরাফাতকে উদ্ধার করা হয়। এ সময় অপহরনকারী চৌধুরী মিলনকেও (৩১) গ্রেফতার করে পুলিশ। মিলন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার বেনুপাড়ার আব্দুর রউফ এর পুত্র।
পুলিশ কর্মকর্তা অবু মারুফ হোসেন আরো জানিয়েছেন, অভিযাচন পত্র পাওয়ার সাথে সাথেই তথ্যপ্রযুক্তি এবং কৌশল ব্যবহার করে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। যথাযথভাবে অপহরণকারী কে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। তার দাবি এটি মেট্রোপলিটন পুলিশের একটি গুরুত্বপূর্ণ সাফল্য।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply