নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম।।বাতায়ন২৪ডটকম।।
কুড়িগ্রামে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাইবোন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়পুর গ্রামের আবুল কালাম আজাদ (৭২) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এসময় নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানসহ দুইজন আহত হন। আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত আবুল কালাম আজাদের বাড়ির পাশে প্রতিবেশী দুলাল মিয়ার আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে দুলাল মিয়া ও তার স্বজনরা লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা চালান। এতে আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম আহত হন। গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
Leave a Reply