স্টাফ করেসপন্ডেন্ট,গাইবান্ধা।।বাতায়ন২৪ডটকম।।
গাইবান্ধার সুন্দরগঞ্জে হিমালয়ান প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী । মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রাম থেকে শকুনটি নিয়ে যায় বনবিভাগ ।
স্থানীয়রা জানান, দুপুরে বিরল প্রজাতির একটি শকুন উড়তে না পেরে মাটিতে পড়ে যায় । স্থানীয় যুবক শামীম মিয়া ও রাঙ্গা মিয়া নামের দুই কৃষক শকুনটিকে ধরে আটকে রাখেন । বিষয়টি জানতে পেরে শকুনটি উদ্ধার করেন স্থানীয় বন বিভাগের কর্মীরা ।
পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) কোষাধ্যক্ষ শেখ ফরিদ জানান, এটি একটি হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন । ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় । তার পরিচর্যা চলছে ।
সুন্দরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, উদ্ধার হওয়া শকুনটি অসুস্থ । আমাদের মেডিকেল টিম শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে ।
গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শফিকুল ইসলাম মন্ডল বলেন, একটি শকুন উদ্ধার হয়েছে । শকুনটিকে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply