রিয়াদুন্নবী রিয়াদ স্টাফ করেসপন্ডেন্ট :
রংপুরের গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের গোডাইউনহাট বাজার এলাকায় এ গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে সারাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গনসংযোগকালে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ৮ টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর ১ আসন। এ আসনটিতে দীর্ঘ সময় নৌকার প্রার্থী না দেওয়ায় জাতীয় পার্টির একান্ত নিজের আসন বলে পরিচিত লাভ করেছে। তবে স্থানীয় আওয়ামী লীগ আছে এবার শক্ত অবস্থানে। যেকোনো মূল্যে এই আসনটি চায় তারা।
Leave a Reply