গংগাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ।
রিয়াদুন্নবী রিয়াদ স্টাফ করেসপন্ডেন্ট:
রংপুরের গংগাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে রমজান ও ঈদ উপলেক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশ গংগাচড়া শাখার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না , উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন , ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মাজাহারুল ইসলাম লেবু , ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী কর্মসূচী কর্মকর্তা ও ফিল্ড কর্মকর্তা সহ অন্যান্যরা।
শুভেচ্ছা বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, শুধু অন্যের উপর নির্ভরশীল না থেকে পাশাপাশি কিছু করে স্বনির্ভর হবার আহবান জানান।
এ সময় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। প্রতিটি ব্যাগে ৩৫ কেজি চাল,৩ কেজি চিনি,১ কেজি লবণ, ৩ কেজি ডাল, ৫ কেজি ছোলা,২ কেজি চিরা, ৩ কেজি চিনি, ৪ লিটার ভোজ্য তেল ও নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।
Leave a Reply