শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন

গংগাচড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন ১১৪ টি নতুন ঠিকানা

গংগাচড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন ১১৪ টি নতুন ঠিকানা

গংগাচড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন ১১৪ টি নতুন ঠিকানা

নিজস্ব প্রতিনিধি:
“বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গংগাচড়া উপজেলায় ১১৪ টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়।
গংগাচড়া উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি, ২য় পর্যায়ে ১০০টি, ৩য় পর্যায়ে ২০০টি ও ৪র্থ পর্যায় (১ম ধাপে) ৮৬ টি গৃহের কাজ সম্পন্ন ও উপকারভোগীদের নিকট গৃহ হস্তান্তর করা হয়। গতকাল ০৯ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ উপজেলায় ১১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়। গংগাচড়া উপজেলায় বরাদ্দ প্রাপ্ত ২০০ টি ঘরের মধ্যে আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা মৌজায় ৪৬ টি, লক্ষিটারী ইউনিয়নের জয়রাম মৌজায় ৫১ টি, গংগাচড়া ইউনিয়নের নিলকচন্ডী মৌজায় ৩৫টি এবং নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া মৌজায় ৬০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের দিনেই উপকারভোগীদের মাঝে গৃহ প্রদানের সময় কবুলিয়ত দলিল ও নামজারী কপি হস্তান্তর করা হয়।

গতকাল বুধবার গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এসময় নাহিদ তামান্না, উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে এই আয়োজনে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন , শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, সাজু মিয়া, ভাইস চেয়ারম্যান, রাবেয়া বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব নয়ন কমার সাহা, সহকারী কমিশনার(ভূমি) , আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, উপকারভোগি ও সুধিবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এসেছে আমাদের স্বাধীনতা। আর স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন দেশের ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল অসহায় মানুষের পুনর্বাসনের। তাঁর আজনা লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাবার। তাঁরই নির্দেশে শুরু হয় গৃহহীন পুনর্বাসন কার্যক্রম।

Riad

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com