অনলাইন ডেস্ক ।। বাতায়ন২৪ডটকম।।
রুশ-নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার বন্দরনগরী সেভেস্তোপোলে একটি রুশ নিয়ন্ত্রিত জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর আগুন ধরে যায় পুরো ডিপোটিতে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে।
শনিবার (২৯ এপ্রিল) সকালে রুশ নিয়ন্ত্রিত শহরটিতে এ হামলা হয়। ক্রাইমিয়ার গভর্নরের অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলার কারণেই এ বিস্ফোরণ ঘটেছে।
আর সেভেস্তোপোল নগর কর্তৃপক্ষ বলছে, আগুনের প্রকোপ এতোটাই বেশি ছিল যে কয়েকশ’ কিলোমিটার দূর থেকেও দেখা গেছে লেলিহান শিখা। দীর্ঘ সময় প্রচেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন।
প্রসঙ্গত, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। গতবছর দু’দেশের যুদ্ধ শুরুর পর, প্রায়ই এলাকাটিতে হামলা চালিয়ে আসছে ইউক্রেনীয় সেনারা।
বাতায়ন২৪ডটকম।।হামি
Leave a Reply