বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪২ অপরাহ্ন

ক্যান্সার সচেতনতায় নারী-পুরুষের নগ্ন ফটোশুট

ক্যান্সার সচেতনতায় নারী-পুরুষের নগ্ন ফটোশুট

আন্তর্জাতিক।।বাতায়ন২৪ডটকম।।

স্কিন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে অস্ট্রেলিয়ার সৈকতে নগ্ন হয়ে ছবি তুলেছেন হাজার হাজার নারী-পুরুষ ।

স্থানীয় সময় শনিবার (২৬ নভেম্বর) সকালে সিডনির বন্ডি সৈকতে ওই সচেতনতামূলক ফটোশুটে অংশ নেন প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবী ।

যাদের ছবি তোলেন যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফিক শিল্পী স্পেন্সার টিউনিক । এটি টিউনিকের সর্বশেষ প্রকল্প, যার লক্ষ্য অস্ট্রেলিয়ানদের নিয়মিত ত্বক পরীক্ষা করতে উৎসাহিত করা ।

ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড বলছে, অস্ট্রেলিয়াই বিশ্বের সবচেয়ে বেশি ত্বকের ক্যান্সারে আক্রান্ত দেশ ।

ফেডারেল সরকারের অনুমান, এই বছর অস্ট্রেলিয়ায় ত্বকের ক্যান্সারে ১৭ হাজার ৭৫৬ জন আক্রান্ত শনাক্ত হবে এবং ১,২৮১ জনের মৃত্যু হতে পারে ।

তাই এ বিষয়ে সচেতনতা বাড়াতে এদিন স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা থেকে স্বেচ্ছাসেবকরা সৈকতে জড়ো হতে থাকেন ।

ফটোশুটের বিষয়ে টিউনিক বলেন, আমাদের ত্বকের পরীক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ভালো সুযোগ আছে এবং আমি সম্মানিত এখানে এসে, একটা শিল্প তৈরি করতে এবং শুধুমাত্র শরীর এবং সুরক্ষা উদযাপন করতে পেরে ।

অংশগ্রহণকারী রবিন লিন্ডনার বলেন, আমি এই ফটোশুট করার জন্য স্নায়ুবিক বাঁধাকে কাটিয়ে উঠেছি ।

তিনি বলেন, আমি মনে মনে আতঙ্কিত ছিলাম । কিন্তু এটি দুর্দান্ত ছিল । প্রত্যেকেই সত্যিই শ্রদ্ধাশীল ছিলেন । এটি
সত্যিই মজার অনুভূতি ।

৭৭ বছর বয়সী ব্রুস ফিশার বলেন, আমি আমার অর্ধেক জীবন সূর্যের আলোতে কাটিয়েছি এবং আমার পিঠ থেকে কয়েকটি ম্যালিগন্যান্ট মেলানোমাস বের করে নেয়া হয়েছে ।

আয়োজকরা বলেছেন, এখানে ২,৫০০ মানুষ অংশ নিয়েছেন ।

টিউনিক সর্বশেষ ২০১০ সালে সিডনিতে একটি গণশুট পরিচালনা করেন । সিডনি অপেরা হাউজের সেই ফটোশুটে ৫,২০০ অস্ট্রেলিয়ান নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন ।

বাতায়ন২৪ডটকম/আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com