বুধবার, ০৭ Jun ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পীরগাছায় শিশু ধর্ষণকারী বিনোদ চন্দ্রের ফাঁসির দবিতে বিক্ষোভ, কুশ পুত্তলিকায় লাথি ও থুথু নিক্ষেপ সোনা মিয়া হত্যাকান্ড: কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কারাগারে কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু
কোহলির ব্যক্তিগত ভিডিও ভাইরাল, রেগে গেলেন আনুশকা

কোহলির ব্যক্তিগত ভিডিও ভাইরাল, রেগে গেলেন আনুশকা

বিনোদন।।বাতায়ন২৪ডটকম।।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার (৩০) দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে ভারত । এই ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি দেশটির অন্যতম ব্যাটিং ভরসা বিরাট কোহলি । তার ওপর মিস করেছেন একটি সহজ ক্যাচ । এরমধ্যেই সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভারতীয় এই ক্রিকেট তারকার হোটেল রুমের একটি ব্যক্তিগত ভিডিও ।

ব্যক্তিগত পরিসরের ছবি এভাবে ইন্টারনেটে তুলে ধরার বিরুদ্ধে সরব হয়েছেন বিরাট ও তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা ।

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওর একটি অংশ শেয়ার করে লিখেছেন, ‘ব্যক্তিগত পরিসরের ছবি তুলে ধরার অভিজ্ঞতার মুখে আগেও পড়েছি, যেখানে ফ্যানেরা কোনও সহানুভূতি বা করুণা দেখায়নি কিন্তু এটা সেই অভিজ্ঞতার থেকেও খারাপ । খুবই অসভ্যতামি ও অমানবিক এবং যেই এই ভিডিও দেখবে সে এটাই বলবে যে সেলিব্রিটি হয়েছে তো এরকম হবেই, তাদের জানা উচিত যে তারাও এই সমস্যার অংশ আর এটা তোমার বেডরুমেও হতে পারে । তাহলে এর সীমা কোথায়?’

এক পাপারাৎজির ধারন করা ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে । অনেকেই বিরাট ও আনুশকার পাশে দাঁড়িয়েছে । কমেন্ট বক্সে অনেকেই এই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন । এক নেটিজেন লিখেছেন, ‘এটা খুবই নিম্ন রুচির পরিচয়’। অনেকেই আবার হোটেলের বিরুদ্ধে মামলার কথা তুলেছেন । অপর এক নেটিজেন লিখেছেন, ‘ম্যানেজারের চাকরি গেল, এটা খুবই চিপ ।’ অন্য এক ব্যক্তির মত, ‘এভাবে কারোর ব্যক্তিগত পরিসরে অনাধিকার অনুপ্রবেশ মেনে নেওয়া যায় না । সে কোনও সেলিব্রেটি হোক কিংবা কোনও সাধারণ মানুষ ।’

ভিডিওটি শেয়ার করে নিজের বিক্ষুদ্ধ অবস্থান জানিয়েছেন বিরাটও । সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমি বুঝি যে, ফ্যানরা তাদের ফেভারিট প্লেয়ারদের দেখলে উচ্ছ্বসিত হয়ে পড়ে । তাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকে । এই বিষয়টি নিয়ে আমি সবসময় প্রশংসা করেছি । কিন্তু এই ভিডিও সাংঘাতিক । আমার প্রাইভেসি নিয়ে আমি ভীত । যদি আমি নিজের হোটেল রুমেই কোনও ব্যক্তিগত পরিসর না পাই, তাহলে সেটা আমি কোথায় প্রত্যাশা করতে পারি? এরকম পাগলামি আর ব্যক্তিগত পরিসর ভেঙে দেওয়া আমার কাছে সঠিক নয় । দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করতে শিখুন । বিনোদনের পণ্য ভাববেন না ।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com