শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

কোরবানীর পশুর বর্জ্য নির্দিস্টস্থানে রাখার আহবান রংপুর সিটি মেয়রের

কোরবানীর পশুর বর্জ্য নির্দিস্টস্থানে রাখার আহবান রংপুর সিটি মেয়রের

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।

১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে নগরবাসিকে নির্দিস্ট স্থানে র্বজ্য রাখার আহবান জানিয়েছেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বৃহস্পতিবার ( ২৯ জুন) জেলা মডেল মসজিদে ঈদের নামাজ আদায় শেষে এই আহবান জানান তিনি।

সিটি মেয়র নগরবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১২ ঘন্টার মধ্যে আমরা কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করতে চাই। সেজন্য ৩৩ টি ওয়ার্ডকে তিনভাগে ভাগ করে ১১৭ টি স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে। সম্মানিত নগরবাসি যদি এসব স্থানে বর্জ রাখেন তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হয়। দুপুর ২ টায় শাপলা চত্বরে থেকে অপসারণ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এছাড়াও নিজেই এই অপসারণ কার্যক্রম মনিটরিং করার কথাও জানান তিনি।

সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ জানিয়েছে, কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিটির ১২০টি ট্রলি ও রিকশাভ্যান, ২৭টি ডাম্প ট্রাক, ৩টি কমপেক্টর ট্রাক, ১টি হুইল লোডার, ৩টি ব্যাকহো লোডার, ২টি স্কিড লোডার, ২টি স্কাবেটর, ও ২টি পানিবাহী গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। মেয়র কর্তৃক উদ্বোধনের পরপরই একসাথে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। পশুর বর্জ্য অপসারণে নাগরিকদের সুবিধার্থে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বর্জ্য অপসারণে ০১৭১৮৫৪৩১৫৭ অথবা ০১৭১৪৫৬৬৩৮৩ (অঞ্চল-১), ০১৭২৩৮০৭৩৪৪ অথবা ০১৭৪৪৭১০০৪৪ (অঞ্চল-২) এবং ০১৭১৪৯২৫৬৪৪ অথবা ০১৭১২০২৬৮৮৫ (অঞ্চল-৩) নম্বরে যোগাযোগ করে নগরবাসী কন্ট্রোল রুমের সহায়তা নিতে পারবেন। এছাড়া যোগাযোগ করতে পারবেন হটলাইট ০১৭৩৩৩৯০১৫০ নম্বরে।বাতায়ন২৪ডটকম। সমামা

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com