সেলিম সরকার, ঘটনাস্থল থেকে, বালুয়াভাটা, বদরগঞ্জ, রংপুর
৯ ঘন্টা ধরে রংপুরের বদরগঞ্জে বাড়ির টয়লেটের কূপ খনন করতে গিয়ে আটকে পড়ে আছে আবু হাসান (৩০) নামের এক নির্মাণ শ্রমিক। বালু ধসে মাটির ২০ ফুট গভীরে থাকা ওই নির্মাণ শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করলেও তাকে রাত বারোটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আধুনিক প্রযুক্তির বদলে সনাতনী পদ্ধতি ব্যবহার করায় উদ্ধার অভিযান বিলম্বিত হচ্ছে। শনিবার বিকেল সোয়া তিনটায় আটকা পড়েন তিনি। নির্মাণশ্রমিক আবু হাসান পৌর এলাকার শাহাপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, পৌরসভার বালুয়া ভাটা এলাকায় বাবুল দাসের বাড়িতে টয়লেটের কূপ খননে সকাল থেকে কাজ করছিলেন আটকে থাকা আবু হাসানসহ তিন শ্রমিক।
বিকেল সোয়া তিনটায় খনন করা কূপ থেকে উপরে উঠতে গিয়ে বালু ধসে নীচে পরে গিয়ে আটকে যায় আবু হাসান। স্থানীয়ভাবে প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা চলে। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিস। ঘন্টা তিনের পর সেখানে উদ্ধার অভিযান চালায় রংপুর ও বদরগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ঘটোনাস্থলে আছেন বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। তিনি জানান ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
বাতায়ন২৪ডটকম/ সেলিম সরকার/সমামা
Leave a Reply