স্টাফ করেসপন্ডেন্ট,কুড়িগ্রাম।।বাতায়ন২৪ডটকম।।
কুড়িগ্রামের রৌমারীতে ১০১ বোতল ভারতীয় মদ সহ সালমা বেগম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত সালমা ওই গ্রামের শহীদের স্ত্রী ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন । তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে রৌমারী থানার চর শৌলমারী ইউনিয়নের মাদক কারবারি সালমা বেগমের (২৮) বসতবাড়ি থেকে ১০১ বোতল অফিসার্স চয়েস মদসহ তাকে গ্রেফতার করা হয় ।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply