বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ১১০০ কম্বল বিতরণ

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ১১০০ কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট,কুড়িগ্রাম।।বাতায়ন২৪ডটকম।।

কুড়িগ্রামে ফুলবাড়ীতে  শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন ( রকা ) নর্থ জোন ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার ১০০টি কম্বল বিতরণ করেছে সংগঠনটি ।

কম্বল পেয়ে ষাটোর্ধ বৃদ্ধা জমেলা বেওয়া বলেন, ‘এত টান্ডা না যাবাইছে কাইও একটা কম্বলও দেয় নাই । আইতোত খুব কষ্ট হয় থাকতে । আজ একটা কম্বল পাইলোং এলা ঠান্ডা একনা কম নাগবে ।’

বৃদ্ধ রহিম উদ্দিন বলেন, ‘চেয়ারম্যান মেম্বার অনেক মানুষকে কম্বল দিয়েছে, আমি পাই নাই । আজ একটা কম্বল পেলাম অনেক উপকার হবে ।’

রংপুর ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন (রকা) নর্থ জোনের সভাপতি অধ্যাপক ডা. মঞ্জরুল করিম প্রিন্স বলেন, আমরা দুস্থ ও অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ানো চেষ্টা করি । এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১১০০টি কম্বল বিতরণ করেছি ।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন দাশ বলেন, রকা নর্থ জোন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ১১০০টি কম্বল বিতরণ করেছে । সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রকার নর্থ জোনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি মেজর মোহাম্মদ হারুন অর রশিদ, সহ-সভাপতি অধ্যাপক মোবাশ্বের আলম, ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন দাশ ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম রাব্বানী সরকার প্রমুখ ।

বাতায়ন২৪ডটকম//আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com