বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রংপুরে গাছের ডাল পড়ে মারা গেলেন ১০ বছরের কন্যাসহ শিক্ষিকা, স্বামী আহত র‌্যাব-১৩ মাদক বিরোধী অভিযানঃ ৮১ কেজি গাজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৪ অবৈধভাবে স্যালাইন মজুদ: রংপুরের অবসর ও রিফাত মেডিসিন কর্নারকে জরিমানা সরকারকে সরাতে তারাতারি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে: আলাল   সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুই কর্মচারীর ২ বছর করে কারাদন্ড পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা যানজট নিরসনে রংপুর মহানগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিস্টেম   মিঠাপুকুরে দু’মাসেও গ্রেফতার হয়নি অন্তঃসত্ত্বা সুমি কেরকেটা হত্যার মূল পরিকল্পনাকারী আদুরী টপ্য রংপুর মহানগরীর বস্তিগুলোর ৬৭ ভাগ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে
কাল রংপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনঃ সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে শোডাউন

কাল রংপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনঃ সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে শোডাউন

বাতায়ন২৪ডটকমঃ রংপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে রগরীতে সাজ সাজ রব

স্পেশাল করেসপনডেন্ট,  বাতায়ন২৪ডটকম

রংপুরঃ রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে বাঁধভাঙ্গা উচ্ছাস আর উদ্দীপনায় ভাসছে নেতাকর্মীরা। দলটির কেন্দ্রের নানা টানাপোড়েনে রংপুরকে জাতীয় পার্টির ঘাটি এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এই সম্মেলন টনিক হিসেবে কাজ করবে বলে দাবি করেছেন জ্যেষ্ঠনেতারা। কাল মঙ্গলবার ( ২৫ অক্টোবর)  রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলন সফল করতে নগরীর ৩৩ টি ওয়ার্ডে চলছে নেতাকর্মীদের দিনরাতের কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও ওয়ার্ডে ওয়ার্ডের অলিগলিতে সাটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। পার্টি অফিস চত্বর গভীর রাত পর্যন্ত থাকছে নেতাকর্মীদের পদচারণায় ঠাসা। মূলদল ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা সম্মেলন উপলক্ষে উজ্জীবিত। সম্মেলন স্থল রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ সাজানো হয়েছে লাঙ্গলের আদলে মঞ্চ গেট। সকল প্রচারনাতেও আনা হয়েছে লাঙ্গলের আদল। পুরো নগরীজুড়ে চলছে সাজসাজ রব।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন জানান,  রংপুরকে জাতীয় পার্টির ঘাটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ নিয়ে আমাদের এই সম্মেলন। তিনি জানান, সম্মেলন সফল করতে প্রতিদিনই নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে করা হয়েছে বিশাল কলেবরে প্রচার মিছিল। হাজার হাজার মানুষ অংশ গ্রহন করছেন তাতে। পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায়  সমাবেশ হয়েছে।  সম্মেলনের দিন ৩৩টি ওয়ার্ড এবং ১৯২ টি নির্বাচনী সেন্টার থেকে মিছিল আসবে পাবলিক লাইব্রেরী মাঠে। পুরো নগরী হবে মিছিলের নগরী। এজন্য সকল ধরণের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।

সম্মেলন প্রসঙ্গে জাতীয পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক  এসএম ইয়াসির জানান,  আমরা এই সম্মেলন থেকে জাপার দুর্গ রংপুর এবং রংপুরের সকল নেতাকর্মী জিএম কাদেরের উপর আস্থাশীল সেই ম্যাসেজ দিতে চাই। এছাড়াও যেহেতু সামনে সিটি নির্বাচন। এই নির্বাচনে লাঙ্গলের প্রার্থী হিসেবে মোস্তফাকে আবারও মনোনয়ন দেয়া হয়েছে। যেহেতু নির্বাচনকালীন সময়ে শোডাউনের কোন সুযোগ নেই। সেজন্য মূলত এই সম্মেলন হচ্ছে আমাদের শক্তির একটা মহড়া প্রদর্শন। এবং এই সম্মেলনে থেকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতেই গুরুত্বপূর্ন নির্দেশনা আসবে।

 

সম্মেলন প্রসঙ্গে দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি এবং সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, কেন্দ্রীয় জাতীয় পার্টিতে এখন যা চলছে। এটা নতুন কিছু নয়। নির্বাচন আাসার আগে এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। কেন্দ্রে যেহেতু একটা টানাপোড়ের চলছে সেকারণে জাপার দুর্গ হিসেবে জিএম কাদেরের ওপর যে সর্বাত্মক আস্থা আছে এ¦বং যেহেতু আমাদের মেয়াদও উর্ত্তীন হয়েছে সেকারণেই সম্মেলন উপলক্ষে আমরা আস্থার শোডাউন দিতে চাই। এর মাধ্যমে আমরা আবারও বলতে চাই জাতীয় পার্টি রংপুরে আগের চেয়ে আরও শক্তিশালী। কোন এজেন্ট কিংবা মীরজাফর জাতীয় পার্টিকে ভাগতে চাইলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার ম্যাসেজও এই সম্মেলন থেকে দিতে চাই। এছাড়াও আমার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে যেহেতু দল মনোনয়ন দিয়েছে, তারও আনুষ্ঠানিক প্রচারণাও এই সম্মেলন থেকে শুরু হবে। তিনি জানান, অর্ধলাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করার সকল প্রস্তুতি সম্মেলন প্রস্তুত  কমিটি গ্রহন করেছে।

বাতায়ন২৪ডটকম/সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com