স্টাফ করেসপনডেন্ট, রংপুরঃ-
রংপুর জেলা যুবলীগের সম্মেলন কাল শনিবার। সম্মেলনে সভাপতি পদে ২৩ এবং সম্পাদক পদে ১৮ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেয়ার পাশাপাশি প্রচার-প্রচারণা চালিয়েছেন। সম্মেলন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।
আয়োজকরা জানিয়েছেন, রংপুর জেলা যুবলীগের কমিটি হয়েছিল সর্বশেষ ১৯৯৫ সালে। এর দীর্ঘ ২৭ বছর পর আজকের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যপক উৎসাহ উদ্দীপনা। রংপুর জিলা স্কুল মাঠে সম্মেলন উপলক্ষে নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। পুরো নগরী সাটানো হয়েছে পোস্টার, ফেস্টুন,ব্যানার ও বিলবোর্ড দিয়ে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয়নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
আয়োজক সূত্র জানিয়েছে, সভাপতি পদের জন্য ২৩ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ১৮ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এরসধ্যে সভাপতি পদে ওয়াসিমুল বারী শিমু, লক্ষিণ চন্দ্র দাস, মাসুদ রানা বিপ্লব, জাহেদুল ইসলাম বাবু, মিজানুর রহমান মায়া, মামুনুর রশীদ মামুন উল্লেখযোগ্য। এছাড়া সম্পাদক পদে কামরুজ্জামান শাহীন, মেহেদী হাসান রনি, রফিকুল ইসলাম, আশিক সোহেল, আতিক বাবু, সানোয়ার হোসেন রাবী, শেখ মাহবুব নাসির টুটুল উল্লেখযোগ্য। প্রার্থীরা সবাই নগরীতে তাদের স্বপক্ষে প্রচার-প্রচারণার পাশাপাশি তদবির অব্যাহত রেখেছেন।
Leave a Reply