সাজু মিয়া।।কালীগঞ্জ,লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম।।
রোকেয়া দিবস উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে ।
শুক্রবার (০৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয় ।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ । বক্তব্য রাখেন, জয়িতা শিরিন আফজাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা বানু, ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান প্রমুখ ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সংবর্ধনা পাওয়া জয়িতারা হচ্ছেন, মোছাঃ আবিদা সুলতানা হ্যাপি, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী উম্মে আয়েশা, সফল জননী হিসেবে মোছাঃ শিরিন আফজাল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসেবে শিউলি বেগম, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছাঃ মহিলা বেগম ।
এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
বাতায়ন২৪ডটকম/সামি/আশা
Leave a Reply