সাজু মিয়া।।কালীগঞ্জ,লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম।।
লালমনিরহাটের কালীগঞ্জে এইচবিবি রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার নির্বাচনে লটারি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রসাশনের আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয়।
২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রামীন রাস্তা টেকসই করনের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্প প্যাকেজ বাস্তবায়নের জন্য লটারি অনুষ্ঠিত হয়। বৈধ দরদাতাদের মধ্যে হতে প্যাকেজে একজন ঠিকাদার নির্বাচনের জন্য উন্মুক্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে লটারিতে বিভিন্ন উপজেলার ঠিকাদারগণ অংশগ্রহণ করেন। লটারীতে হাতীবান্ধা উপজেলার মেসার্স সুদুর ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচিত হন।
এসময় উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ সহ অংশগ্রহনকারী অন্যান্য ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
বাতায়ন২৪ডটকম/সামি/আশা
Leave a Reply