মোঃ সাজু মিয়া, লালমনিরহাট করেসপনডেট–
আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে কাকিনা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান তাহির তাহুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ৯টি ওয়ার্ডের মধ্যে ২ ’হাজার ৯’শত ৯২টি অসহায় ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
এসব চাল বিতরণকালে কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু বলেন, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরন করা হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কমকর্তা দিলশাদ জাহান , ট্যাগ অফিসার মোস্তফা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ইউপি সদস্য ইয়াকুব আলী, আাতাউজ্জামান, সরফ উদ্দিব শরিফ, তুহিনুর রহমান তুহিন, রমজান আলী, শাহাবুদ্দিন, রশিদুল ইসলাম, আয়নাল হক, সংরক্ষিত নারী সদস্যগণ, অত্র ইউপি সচিব সিরাজুল ইসলাম ও গ্রাম পুলিশগণ এবং উপকার ভোগীরা।
Leave a Reply