লালমনিরহাটের কালীগঞ্জে বন্যার্তদের মাঝে ২.৭৫মেট্রিকটন সরকারি জিআর চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ চত্বরে মহিষামুড়ি, চররুদ্রেশ্বর ও রুদ্রেশ্বর এলাকার বন্যাকবলিত ২৭৫জন পরিবারের মাঝে ১০কেজি করে এসব চাল বিতরণ করা হয়।
বিতরণকালে ইউপি চেয়ারম্যান মো.তাহির তাহু বলেন, ইউনিয়নের বন্যাকবলিত এলাকার জন্য সরকারিভাবে ২.৭৫মেট্রিকটন (জিআর) চাল বিতরণ করা হয়েছে। বন্যা আর নদীভাঙন কবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি৷
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, বন্যা পরিস্থিত মোকাবেলার জন্য কালীগঞ্জ উপজেলা প্রশাসন এরেমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে এবং বন্যার পূর্বাভাস প্রতিনিয়ত খোঁজখবর রাখছি। এরমধ্যে কোন এলাকায় যদি পানি ঢুকে এবং পানিবন্দি মানুষ বা পরিবার পাওয়া যায় সেক্ষেত্রে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।এরে ধারাবাহিকতায় কাকিনা ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এতোমধ্যে কিছু জিআর চাল বিতরণ করা হয়েছে। যদি অন্য কোন ওই এলাকায় পানিবন্দি মানুষ পাওয়া যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা গুলো দেয়া সম্ভব হয় তা দিয়ে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইয়াকুব আলী, তুহিনুর রহমান তুহিন, রমজান আলী, সংরক্ষিত নারী সদস্য বিলকিস বেগম, ইউপি সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
Leave a Reply