মোঃ সাজু মিয়া
কালীগঞ্জ (লালমনিরহাট) করেসপনডেন্টঃ
লালমনিরহাটের কালীগঞ্জে ফেনসিডিল ও এসকাপ সিরাপসহ জামাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০১ জুন) গত রাত ভোর সাড়ে ৩ টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃত হলেন, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আফর আলীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, গত রাত ভোর সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খাবারভাতি বাগানবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষে বিশেষ কায়দায় তৈরী কাঠের বক্সের ভিতর থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও ৫০ বোতল এসকাপ সিরাপসহ তাকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply