মোঃ সাজু মিয়া,কালীগঞ্জ কনেসপেন্ডট:
মুজিববর্ষে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নের লক্ষে সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৬৮ টি অসহায় হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আগামী (২২ মার্চ) বুধবার এসব স্বপ্নের বাড়ি ও দুই শতাংশ জমির দলিলসহ পাবেন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার। নতুন পাকা ঘরে উঠতে পারবে এমন খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে।
আগামী (২২ মার্চ) বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব নতুন ঘর হস্তান্তর করবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। তিনি আরো বলেন ইতিমধ্যে ১৬৮ টি নতুন ঘর নির্মাণ ও ভূমি অফিসের দালিলিক কাজ সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ১৫০ টি, ২য় পর্যায়ে ২৫০ টি এবং ৩য় পর্যায়ে ২২৫ টিসহ মোট ৬২৫ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
৪র্থ পর্যায়ে ১ম ধাপে ১০১ টি ও ২য় ধাপে ৬৭ টিসহ মোট ১৬৮টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ সব নতুন গৃহ হস্তান্তর করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কালীগঞ্জ উপজেলায় তালিকা ভুক্ত আরো ৮০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। ইতোমধ্যে যার কার্যক্রম শুরু হয়েছে। উপকার ভোগীদের বাছাইয়ের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে পাকাঘর নির্মাণ ও উপহার প্রদানের মতো মহতী কাজে উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, উপকারভোগী পরিবারসমূহের একটি স্থায়ী ঠিকানা ও জমির মালিকানা পাবার আনন্দে শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
Bt#riad
Leave a Reply