রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে জমির সীমানা নিয়ে সংঘর্ষে তরুণ নিহত, আটক-১

কালীগঞ্জে জমির সীমানা নিয়ে সংঘর্ষে তরুণ নিহত, আটক-১

সাজু মিয়া।।কালীগঞ্জ,লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাটের কালীগঞ্জে জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ওমর আলী (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও কয়েকজন ।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামে এ ঘটনা ঘটে ।  নিহত ওমর ফারুক ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের আবু বক্করের ছেলে ।

স্থানীয়রা জানান, তিস্তার চর এলাকায় জমির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে আবু সাঈদ ও আব্দুল বারীর মধ্যে বিরোধ চলছিলো । তারই জের ধরে সকালে উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয় । এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ওমর ফারুক নামের এক তরুণ মারা যান ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো করা হয়েছে । এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

বাতায়ন২৪ডটকম/সামি/আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com