মোঃ সাজু মিয়া,কালীগঞ্জ(লালমনিরহাট)।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।
গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদ নির্বাচনে ৮ সদস্য পদপ্রার্থী অংশ নেন এছাড়া বিভিন্ন পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বীয় জয়ী হয়েছেন। অভিভাবকদের ভোটের চারজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোঃ আইয়ূব আলী (ব্যালট-১) ১০৫ভোট ও আমিনুর রহমান (ব্যালট-২) ১০৫ ভোট পেয়ে প্রথম, মোঃ নুরবক্ত (ব্যালট-৪) ১০৪ভোট পেয়ে দিতীয়, সাইদুল ইসলাম (ব্যালট-৮) ৯০ ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করে বিজয়ী হয়েছে।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়নাল আবেদীন প্রতিষ্ঠাতা সদস্য, সাহিদুল ইসলাম দাদা সদস্য, মোছাঃ রনজিনা খাতুন সংরক্ষিত মহিলা সদস্য, আবুল কালাম আজাদ ও এমদাদুল হক শিক্ষক প্রতিনিধি এবং কানিজ ফাতেমা সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে জয়ী হন।
প্রিজাইডিং কর্মকর্তা মোবাশ্বির হোসেনের পক্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তাহাজুজ ইসলাম ভোট গণনা শেষ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিজয়ী এবং পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রাথীদের প্রাপ্ত ভোট সংখ্যা প্রকাশ করেন।
সকাল ১০থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের একটি ক্লাসরুমে বুথ তৈরি করা হয়। বুথে ১ জন প্রিজাইডিং, ১ জন সহকারী প্রিজাইডিং ও ২ পুলিং অফিসার নিযুক্ত ছিলেন।
নিরাপত্তার জন্য কালীগঞ্জ থানা থেকে পুলিশ ও কাকিনা ইউপি থেকে গ্রাম্য পুলিশ মোতায়ন করা হয়। পঞ্চপথী উচ্চ বিদ্যালয়সহ আশপাশ এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দী প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply