সাজু মিয়া।।কালীগঞ্জ,লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাকাকরণের উদ্দেশ্যে খুড়ে রাখা রাস্তার কাজ তিন মাসেও শুরু হয়নি । উপজেলার দক্ষিণ গোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ফক্কোরের হাট পর্যন্ত তিন কি: মি: রাস্তাটি পাকাকরণ কাজের উদ্বোধন হয় তিন মাস আগে । উদ্বোধনের তিন মাসেও শুরু হয়নি পাকাকরন কাজ ।
সরেজমিনে দেখা যায় , উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে উপজেলা শহরে যাতায়তের রাস্তাটি খননের পর শুধু বালু ফেলে রেখেছেন ঠিকাদার । এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রতিদিন চলাচলকারী শত শত পথচারী । যানবাহন চলাচলের অনুপযোগী হলেও কোনরকম ঝুকিতে চলছে ছোট-মাঝারি যানবাহন ।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা নির্মান করে ভোগান্তি কমাতে গিয়ে , ভোগান্তি বেড়ে গেছে কয়েকগুন । খোড়া রাস্তার এমন বেহাল দশা আর আমাদের কষ্ট দেখার যেন কেউ নেই । গত তিন মাস ধরে রাস্তাটি খুঁড়ে রাখায় বিভিন্ন পণ্য পরিবহনে যে কোন ধরনের যারবাহন তো দূরের কথা রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে চলাও মুশকিল হয়ে পড়েছে ।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল-কুলেজগামী শিক্ষার্থী, অসুস্থ ও বৃদ্ধরা । অতি দ্রুত রাস্তাটির নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তারা ।
কাজ বন্ধ থাকার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএলটি এন্টারপ্রাইজের প্রোপাইটার এলাহী বকসের নিকট জানতে চাইলে তিনি বলেন, কাজ কেন হচ্ছে না সে বিষয় উপজেলা ইঞ্জিনিয়ার ভাল জানেন ।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী সানজিত রানা বলেন, খুঁড়ে রাখা সড়কের কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে ।
বাতায়ন২৪ডটকম/সামা/আশা
Leave a Reply