বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গঙ্গাচড়ায় বারি মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত। গংগাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ। গংগাচড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ বর্জ্রপাতে মৃত্যু কমাতে তালগাছ প্রকল্প ব্যর্থ, নতুন প্রকল্প আসছে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিমানে কম নয়, কম দামে পরিমাণ মতো খাদ্য কেনার গ্যারান্টি চাই লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে মানুষের সেবা করতে হবে : মেয়র মোস্তফা কালীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৬৮ ভূমিহীন পরিবার প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাত না করায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ:পৌনে ৭ মাস পর তোলা হলো তরুণীর লাশ এরশাদ ছিলেন আধুনিক ও উন্নত বাংলাদেশের রূপকার:  মোস্তফা আলুর ন্যায্যমূল্যেসহ ৭ দফা দাবিতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
কালীগঞ্জে একুশে বই, লোকজ ও শিশু মেলার উদ্বোধন

কালীগঞ্জে একুশে বই, লোকজ ও শিশু মেলার উদ্বোধন

মোঃ সাজু মিয়া স্টাফ করেসপন্ডেন্ট:

লালমনিরহাটের কালীগঞ্জে ৯ দিনব্যাপী একুশে বই, লোকজ ও শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।

 

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে তুষভান্ডার পাবলিক লাইব্রেরীর আয়োজনে তুষভান্ডার রমণীমোহন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বই মেলার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে মেলাটি ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল, বীরমুক্তিযোদ্ধা মোহসীন টুলু, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুরইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, উপজলো আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেফাজ উদ্দিন রাঙ্গা প্রমুখ।

 

উক্ত বই, লোকজ ও শিশু ঐতিহ্যবাহী মেলাটি চলবে আগামী ২৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। দিনভর মেলায় থাকবে মহান ভাষা আন্দোলনের স্মরণে নানা আয়োজন। মূল আয়োজনে দেশি-প্রবাসী বিভিন্ন লেখকের বই নিয়ে বসবে নানা বইয়ের ৪০ টি স্টল। এ ছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি ও কুইজ প্রতিযোগিতা।

 

 

রিয়াদ/বাতায়ন২৪.কমঃ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com