মোঃ সাজু মিয়া কালীগঞ্জ(লালমনিরহাট)।।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিন গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল ) সকাল সাড়ে ৯ টায় উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠ, চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট জামে মসজিদ ঈদগাহ মাঠ ও বোতলা আহলে হাদিস বায়তুল আমান জামে মসজিদ ঈদগাহ মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়।
ইসলাম ধর্মের আহলে হাদিসের অনুসারীরা এই ঈদের জামাতে শরিক হয়েছেন। তাঁরা বলেছেন, দীর্ঘ কয়েক বছর ধরে সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম মানছেন এবং চাঁদ দেখা অনুযায়ী আজ শুক্রবার ঈদুল ফিতর উদ্যাপন করছেন তাঁরা। বয়ান, খুদবা পাঠের মধ্যে দিয়ে ইদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা একে অপরকে জড়িয়ে কোলাকুলি করেন এবং এতে ইদের এক উৎসবের আমেজ বিরাজ করে।
তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি ইদগাহ মাঠের সভাপতি ইমাম আলী বলেন, বিশ্বের কয়েকটি দেশ সৌদিআরবের সঙ্গে মিল রেখেই ইসলাম ধর্মের নিয়ম মেনে আসছেন এবং সে অনুযায়ী আমরাও গত কয়েকবছর ধরে এ নিয়ম মেনে আসছি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, উপজেলার তিনটি স্থানে ইদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে মুসুল্লিগণ যাতে নির্বিঘ্নে তাদের ইবাদত করতে পারেন সে পরিবেশ ঠিক রাখতেই পুলিশ দায়িত্ব পালন করছে।
Leave a Reply