মোঃ সাজু মিয়া,কালীগঞ্জ(লালমনিরহাট)।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম শফিক।
বুধবার (২৬ এপ্রিল) সকালে গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোবাশ্বির হোসেন।
এসময় বিদ্যালয়ের নির্বাচিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা সদস্য জয়নাল আবেদীন সভাপতি হিসেবে শফিকুল ইসলাম শফিকের নাম প্রস্তাব করেন। অপর সদস্য দাতা সদস্য সাহিদুল ইসলামসহ উপস্থিত সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে শফিকুল ইসলাম শফিকে সভাপতি হিসেবে সমর্থন করেন।
বিদ্যালয়ের অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনায় গত বুধবার (১৯ এপ্রিল) এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন মোঃ আইয়ূব আলী, আমিনুর রহমান, মোঃ নুরবক্ত, সাইদুল ইসলাম বিজয়ী হয়েছে। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়নাল আবেদীন প্রতিষ্ঠাতা সদস্য, সাহিদুল ইসলাম দাদা সদস্য, মোছাঃ রনজিনা খাতুন সংরক্ষিত মহিলা সদস্য, আবুল কালাম আজাদ ও এমদাদুল হক শিক্ষক প্রতিনিধি এবং কানিজ ফাতেমা সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে জয়ী হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।
নবনির্বাচিত সভাপতি শফিকু ইসলাম শফিক বলেন, তিনি গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।
শফিকুল ইসলাম শফিক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
Leave a Reply