স্টাফ করেসপন্ডেন্ট রংপুর
বাতায়ন২৪ডটকম ।।
রংপুরের পার্কের মোড়ে কার্গো ভ্যান চাপায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহতের ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে। বুধবার(১৬ নভেম্বর) রাত পৌনে বারোটার এ ঘটনায় কার্গোভেন্টিন চারুক ও হেলপার কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুলবার রাত পৌনে বারোটার দিকে রংপুর শহর থেকে ছেড়ে আসা নিউ আগমনী এজেন্সি এক্সপ্রেস এর দ্রুতগামী কারগো পার্কের মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তার একটি ইলেকট্রিক খুঁটিতে সজরে ধাক্কা দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এতে খুঁটি ভেঙ্গে বিদ্যুতের লাইন ও সিসিটিভি ক্যামেরা রাস্তায় পরে যায়। এ সময় সেখান দিয়ে যাতায়াতকারী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী তারিখ ও পদার্থ বিভাগের শিক্ষার্থী সাবরিনসহ পাঁচ-সাত জন শিক্ষার্থী আহত হয়।
এ খবর পেয়ে আশেপাশে থাকা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর শুরু করে। শিক্ষার্থীদের একটি অংশ কার্গোটির পিছু নিয়ে ধাওয়া দিয়ে আটক করে পার্কের মোড়ে নিয়ে আসে। শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রায় আধা ঘন্টা ধরে সেখান দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রকটোরিয়াল সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা কার্গো ভ্যানটিকে ক্যাম্পাসের ভিতরে পুলিশ ফাঁড়ির সামনে নিয়ে যায় এবং চালক এনামুল এবং হেলপার আল-আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। আহত শিক্ষার্থীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক নুরুজ্জামান খান জানান, ওই ঘটনায় আহত বাংলা বিভাগের তারিখ ও পদার্থ বিভাগের সাবরিন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। এর মধ্যে একজনের মাথায় একাধিক সেলাই দেয়া হয়েছে। তবে তারা শংকাবুক্ত।
এ ঘটনায় তাজহাট থানায় মামলার প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম জানান, এ ঘটনা কারগোটির চালক এবং হেলপার কে গ্রেফতার করেছে পুলিশ। আমরা মামলা দিচ্ছি। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
তাজহাট খানার ওসি নাজমুল কাদির জানান, আটক দুইজনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। পুলিশ ভাইকে আটক থাকা কারগো ভেন্টিকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া খুঁটিতে থাকা ডিসের লাইন মেরামতের জন্য লোক লাগানো হয়েছে। খুঁটিতে থাকা সিসি ক্যামেরা সমূহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিক্টোরিয়াল বডি ছাত্রলীগ নেতা সহ পুলিশের উপস্থিতিতে আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ, সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন এবং পার্কের মোড়ে স্পিড বেকার দেয়ার আশ্বাস দেয়ায় আমরা অবরোধ তুলে নিয়েছি। আমাদের দাবি পূরণ করা না হলে আবারও আন্দোলনে যাব আমরা।
বাতায়ন ২৪ ডট কম/সমামা
Leave a Reply