বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ অপরাহ্ন

কাজের ক্ষেত্রে অনিয়ম হলে আমার বাপ-ভাই হলেও ছাড় দিবেন নাঃ মোস্তফা

কাজের ক্ষেত্রে অনিয়ম হলে আমার বাপ-ভাই হলেও ছাড় দিবেন নাঃ মোস্তফা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়ে নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, কাজের ক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে কাউকে কোন ছাড় দিবেন না।  সেটা মেয়রের বাপ হতে পারে, মেয়রের ভাই হতে পারে, মেয়রের দলের কর্মী হতে পারে। বা অন্য কেউ হতে পারে। কাউকে দেখার সময় নাই। কাজে যে বা যারা অন্যায় করবে তাদের কাউকেই ছাড় দিবেন না। এ্যকশনের ব্যপারে আমার কোন সুপারিশ থাকবে না। কাজে যে অন্যায় করবে তাকে ছাড় দেয়ার কোন সুযোগ নাই। দেন এন্ড দেয়ার তাদের বিরুদ্ধে জাস্টিস এ্যকশন হবে। কাজ বাতিল হবে। জামানত ফরফিট হবে।

সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়ন আয়োজিত  নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং ৪৪ জন কাউন্সিলরকে রোববার (৫ ফেব্রুয়ারী) সংবর্ধনা  সভায় তিনি এই ঘোষণা দেন। সিটি করপোরেশন প্রশাসক ও প্রধান নির্বাহী রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র ছাড়াও বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, সামসুল ইসলাম, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম দেওয়ানীসহ ৩৩ জন সাধারণ  ও ১১ জন কাউন্সিলর  শুভেচ্ছা বক্তব্য রাখেন। নগরভবনের গেট থেকে মেয়রসহ কাউন্সিলরদের ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা স্থলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সম্মাননা ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করা হয়।

 

সংবর্ধনা সভায় বক্তব্যে দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র মোস্তফা বলেন, এই সিটি করপোরেশনের নির্বাহী, তত্বাবধায়ক প্রকৌশলী, ইঞ্জিনিয়ারসহ সবাইকে অনুরোধ করবো কাজের ক্ষেত্রে ওয়ার্ক অর্ডারের টার্মস এন্ড কন্ডিশন যেগুলো থাকবে, সেক্ষেত্রে কোন এক্সকিউজ আপনারা শুনবেন না। কেউ যদি সেগুলো ভাইলট করে তাকে কোন ছাড় নয়। সেক্ষেত্রে তিনি মেয়রের বাপ হতে পারে, মেয়রের ভাই হতে পারে, মেয়রের দলের কর্মী হতে পারে, বা অন্য কেউ হতে পারে। কাউকে দেখার সময় নাই। কাজে যে অন্যায় করবে তাকে ছাড় দেয়ার কোন সুযোগ নাই। দেন এন্ড দেয়ার তাদের বিরুদ্ধে জাস্টিস এ্যকশন হবে। কাজ বাতিল হবে। জামানত ফরফিট হবে। অন্যায়কারীদের বিরুদ্ধে যেগুলো আমাদের করার ক্ষমতায় আছে সে কাজগুলো নির্ধিতায় করবেন।

মেয়র বলেন, আমি আজকে আপনাদের দ্যার্থহীন কণ্ঠে বলছি, কাজে অন্যায়কারীদের ব্যপারে আমার কোন সুপারিশ তাকবে না। কাজের ক্ষেত্রে কে উ কোন ব্যাঘাত সৃষ্টি করবে কাজের মান খারাপ করবে। কাউকে ছাড় দেয়ার সুযোগ নাই।

সংবর্ধণা সভায় মেয়র মোস্তাফিজার রহমান আরও বলেছেন, আগামী ৫ বছর আমাদের নতুন পরিষদের জন্য চ্যালেঞ্জিং ইয়ার। চ্যালেঞ্জিং টাইম বলে আমি করি। এই ৫ বছরে রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তাদের নাগরিক সুবিধা রুট লেবেল পর্যন্ত নিশ্চিত করার জন্য নিরলসভাবে প্রচেস্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রতিটি ঘন্টা, প্রতিদিন, প্রতিমাস, প্রতি বছর, ভাগ করে আমরা কাজ করবো। প্রগ্রেস হিসেবে করবো। ইয়ারলি ভাগ করে কাজ করবো।

গত ২৭ ডিসেম্বর ১ নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৯৬ হাজার ৯০৭ ভোট বেশি পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নিবাচিত হন মোস্তফা। এই নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীসহ ৭ মেয়র প্রার্থী হারান জামানত। গত ৩১ জানুয়ারী গণভবনে প্রধানমন্ত্রী শপথবাক্য পাঠ করানোর পর ২ ফেব্রুয়ারী রংপুরর আসেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ। ১৯ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন মেয়র।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com