বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গঙ্গাচড়ায় বারি মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত। গংগাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ। গংগাচড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ বর্জ্রপাতে মৃত্যু কমাতে তালগাছ প্রকল্প ব্যর্থ, নতুন প্রকল্প আসছে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিমানে কম নয়, কম দামে পরিমাণ মতো খাদ্য কেনার গ্যারান্টি চাই লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে মানুষের সেবা করতে হবে : মেয়র মোস্তফা কালীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৬৮ ভূমিহীন পরিবার প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাত না করায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ:পৌনে ৭ মাস পর তোলা হলো তরুণীর লাশ এরশাদ ছিলেন আধুনিক ও উন্নত বাংলাদেশের রূপকার:  মোস্তফা আলুর ন্যায্যমূল্যেসহ ৭ দফা দাবিতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
কাকিনা ইউনিয়নবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান

কাকিনা ইউনিয়নবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান

সাজু মিয়া।।কালীগঞ্জ,লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম।।

কাকিনা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবালকে ইংরেজি নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮ নং কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহু ।

এক শুভেচ্ছা বার্তায় তাহির তাহু বলেন, মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে আরো একটি বছর । এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করবে ২০২৩ সালকে । বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করে নেয়া হবে নতুন ইংরেজি বছরকে ।

চেয়ারম্যান বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা । বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ ও আমাদের কাকিনা ইউনিয়নসহ লালমনিরহাট জেলা ।

নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের উল্লেখ করে  তিনি আরও  বলেন, নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক । সবার জন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি ।

তিনি বলেন, ‘নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের । নতুন বছর অর্জন আর প্রাচুর্যের, সৃষ্টি আর কল্যাণে ভরে উঠুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান আল্লাহতায়ালার দরবারে এই প্রার্থনা করছি সেই সাথে সকল কে জানাচ্ছি ইংরেজি  নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ।

এছাড়াও তিনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অঙ্গিকার ব্যক্ত করেন ।

বাতায়ন২৪ডটকম/সামি/আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com