শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন

কাঁঠাল খাওয়ার লোভ দেখিয়ে ৩ শিশুকে ধারাবাহিকভাবে ধর্ষণচেষ্টা,আটক ১

কাঁঠাল খাওয়ার লোভ দেখিয়ে ৩ শিশুকে ধারাবাহিকভাবে ধর্ষণচেষ্টা,আটক ১

•স্টাফ করেসপন্ডেন্ট ,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩ শিশুকে কাঁঠাল খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে চার সন্তানের এক জনককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (৫ জুলাই) উপজেলার বড়বালা ইউনিয়নে ঘটনাটি ঘটে।এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।অভিযুক্ত জাবেদ আলী (৫৫) উপজেলার পশ্চিম বড়বালার জুম্মা পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত জাবেদ আলীর উঠোনে ৩ জন শিশু একসাথে খেলাধুলা করছিল। নির্যাতনের শিকার শিশুরা প্লে, নার্সারী ও ২য় শ্রেণির ছাত্রী। তাদেরকে সুযোগ বুঝে জাবেদ আলী কাঠাল খাওয়ার কথা বলে তার বাড়ির ভিতরে নিয়ে যায়। এরপর সুযোগ বুঝে ওই শিশুদের ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজা-জানালা বন্ধ করে দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অপকর্ম করার চেষ্টা চালায়। হঠাৎ বৃষ্টি আসলে মেয়েদের খোঁজাখুজি করতে থাকে তাদের অভিভাবকরা। একপর্যায়ে গ্রামের লোকজন জাবেদ আলীর উঠোনে শিশুরা খেলধুলা করছিল জানতে পেরে সেখানে যায় এক শিশুর বাবা।

তিনি গিয়ে দেখতে পান শিশুরা সেখানেও নেই এবং জাবেদ আলীর ঘরের দরজা জানালা বন্ধ। কিন্তু তার দরজার সামনে শিশুদের জুতা দেখতে পেয়ে ওই শিশুর বাবার সন্দেহ হলে তিনি দরজা খুলে ভিতরে ঢুকে জাবেদ আলী ও শিশুদের অপ্রিতিকর অবস্থায় দেখতে পান। এরপর একে একে গ্রামবাসীরা বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত জাবেদ আলীকে আটক করে নিয়ে আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com