বিনোদন করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।।
হাসপাতালের ছটফট করছেন অভিনেত্রী নুসরাত ভারুচা । কপালে সেলাই পড়েছে অভিনেত্রীর । সেই ভিডিও শেয়ার করেছেন আরেক অভিনেত্রী ঈশিতা রাজ । মুহূর্তেই তা ভাইরাল । কি হয়েছে নুসরাতের? এখন কেমন আছেন? হাজার হাজার প্রশ্ন ভক্ত অনুরাগীদের ।
এরপরেই ঈশিতার পোস্ট করা ভিডিও নিজেই শেয়ার করে বিস্তারিত জানালেন ‘প্যায়ার কা পঞ্চনামা’ খ্যাত নুসরাত । নতুন সিনেমা ‘ছোরি ২’-র সেটেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেত্রী ।
ভিডিওতে সহ-অভিনেত্রী ঈশিতাকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা, আমি কোথায় আছি বলুন তো? কি করছি?’ এরপরই ক্যামেরা ঘুরিয়ে দেন পিছনের বিছানায় শুয়ে থাকা নুসরাতের দিকে । তার কপালে তখন সেলাই চলছে ।
চিৎকার করে নুসরাত বললেন, ‘না না!’ তারপরই ক্ষীণ কন্ঠে বললেন, ‘আমার সেলাই চলছে’ । এরপর বন্ধুকে নিয়ে নানা মজাদার কথা বলতে থাকেন ঈশিতা । যার অর্থ হচ্ছে, সবই কপাল । তবে ভ্রুর উপর সেলাই পড়লে যে দাগটি তৈরি হবে তাতে শেষ পর্যন্ত ভালোই দেখাবে, তা নিয়ে সন্দেহ নেই দুই অভিনেত্রীর ।
অভিনেত্রী নিজেই গত বছরের ডিসেম্বরে জানিয়েছেন যে তার নতুন সিনেমা ‘ছোরি ২’ শিগগিরই আসছে । সিনেমাটির শুটিং করতে গিয়েই এবার বিপাকে পড়লেন তিনি ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply