স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
প্রথম দিনে এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ২ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে বহিস্কারের ঘটনা ঘটেনি। এছাড়াও দাখিল পরীক্ষায় দুই প্রক্সি পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মানিক হোসেন জানান, রোববার সকাল ১০ টা থেকে বিভাগের আটজেলার ২৭৭ টি কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। এবার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে রংপুরে ৩১৩, গাইবান্ধায় ৩১৪, নীলফামালীতে ২১৮, কুড়িগ্রামে ২৭৭, লালমনিরহাটে ১৮৩, দিনাজপুরে ৩৯৮, ঠাকুরগাঁওয়ে ৩৮২ এবং পঞ্চগড়ে ১৬২ জন।
শিক্ষাবোর্ডের তথ্যমতে, শতকরা হিসেবে সব থেকে বেশী অনুপস্থিতির সংখ্যা ঠাঁকুরগাঁওয়ে ২ দশমিক ২০ শতাংশ। এরপরেই রয়েছে কুড়িগ্রামে ১ দশমিক ৪৩ , লালমনিরহাটে ১ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী ঝড়ে পড়েছে। প্রথম দিনে সব থেকে কম ঝড়ে পড়েছে রংপুর দশমিক ৯৭ ভাগ।
এদিকে গত বারের চেয়ে এবার প্রথম দিনেই ঝড়ে পড়ার সংখ্যা ১ হাজার ৫৫১ জন বেশি। গতবছর প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ছিল ১ হাজর ৬৯৬ জন।
রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ও ডিসি ড. চিত্রলেখা নাজনীন জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরির্দর্শন করেন।
রংপুরের ডিসি ড. চিত্রলেখা নাজনীন, জানান, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারিসহ নিচ্ছিত্র নিরাপত্বা ব্যবস্থা নেয়া হয়।ভিজিলেন্স টিম ছাড়াও মনিটরিং সেল সার্বক্ষণিক মনিটরিং করে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। তিনি প্রশ্নপত্র ফাঁসসহ যেকোন বিষয়ে গুজর থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকরা টেনশনে ছিলেন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন এমসিকিউ কঠিন হলেও পরীক্ষা ভালো হয়েছে।
এদিকে দাখিল পরীক্ষায় পীরগাছা উপজেলার হাজি ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্র থেকে দুই প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, ওই কেন্দ্র থেকে প্রথমে বিপুল (২৩) এবং পরে আক্কাস নামের দুই পরীক্ষার্থীকে বয়স বেশি হিসেবে আটক করা হয়। পরে তারা জিজ্ঞাসাবাদে জানায় প্রক্সি পরীক্ষার্থী। তখন বিপুল মিয়াকে ৬ মাস এবং আক্কাসকে ৩ মাসের কারাদন্ডাদেশ হয়। তাদের প্রবেশ পত্রের নাম ও ছবির সাথে মিল ছিল না। তারা অন্যের পরীক্ষা দেয়ার জন্য এসেছিল।
বিপুল মিয়া রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগের ভুতছড়া গ্রামের সোলাইমানের পুত্র। আর আক্কাস গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুরের খোদ্দা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
বাতায়ন২৪ডটকম।।সমাম
Leave a Reply