স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, প্রয়াত এরশাদ ছিলেন আধুনিক ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার রুপকার। তার সেই স্বপ্ন জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করতে চায়।
সোমবার বিকেল সাড়ে ৫ টায় রংপুর মহানগরীর পল্লী নিবাসে প্রয়াত এরশাদেও কবর জিয়ারত ও মোনাজাত শেষে তিনি একথা বলেন। এর আগে তিনি মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠেনের নেতাকর্মীদের নিয়ে এরশাদের কবর জিয়ারত , ফাতিহা পাঠ করেন। পরে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এসময় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম, জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতি সভাপতি শাহীন হোসেন জাকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র বলেন, এরশাদের আদর্শে আগামীতে ক্ষমতায় গিয়ে আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি।
Leave a Reply