বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

এম্বুলেন্স- চার্জার ভ্যানের সংঘর্ষে নিহত ১

এম্বুলেন্স- চার্জার ভ্যানের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট, বাতায়ন২৪ডটকম

রংপুরঃ রংপুরের বদরগঞ্জে অ্যাম্বুলেন্স ও চার্জার ভ্যানের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৮ নভেম্বর ) বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের খোলাহাটীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জানান, রফিকুল ইসলাম (৫৫) চার্জার ভ্যান নিয়ে হাসিনানগর হতে টেকসেরহাট হয়ে বদরগঞ্জ আসার সময় খোলাহাটীর মোড়ে পার্বতীপুরগামী একটি খালি অ্যামব্যুলেন্সের সাথে সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক রফিকুলের দুই পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন রফিকুলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

ওসি জানান, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই বেলা সাড়ে তিনটায় তিনি মারা যান। নিহত রফিকুল ইসলাম শ্যামপুর পুটিমারি মৃত কদর আলীর পুত্র। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স চালককে আটক করে হয়েছে।

বাতায়ন২৪ডটকম/সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com