স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি করে পাচারের দায়ে রংপুরের পীরগঞ্জে কেন্দ্রের দুই কর্মচারীকে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আাদালত। মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ তকী ফয়সাল তালুকদার এই আদেশ দেন।
রংপুরের পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র ওই সচিব অধ্যক্ষ মোঃ ছাদেকুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্তরা হলেন, পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ল্যাব সহকারী মোঃ রাসেল মিয়া (২৬) এবং একই কলেজের পিয়ন রাকিবুল ইসলাম নাজমুল।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তকী ফয়সাল তালুকদার জানান, কেন্দ্রের দ্বায়িত্বরত কর্মকর্তাসহ সাক্ষ্য প্রমানের ভিত্তিতে সহায়তা করার উদ্দেশ্যে প্রশ্নপত্র সল্ভ করে সরবরাহ করার অপচেষ্টার অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৬(১) ধারা মোতাবেক আসামীদেরকে দোষী সাব্যস্ত করে উক্ত আইনের তফসিলভুক্ত পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯ ধারার অপরাধে অপসহায়তার নিমিত্ত ১৩ ধারায় প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্তদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান জানান, এই রায় পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যেকোন ধরণের অপতৎপরতায় যুগান্তকারীপদক্ষেপ হিসেবে কাজ করবে। এ ধরণের অপরাধ করার আগে অপরাধীদের অনেকবার ভাবতে হবে।
কেন্দ্র সচিব ছাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার পীরগঞ্জ মহাবিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং ৫৪৬) সকালে জীব বিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা চলছিল। বেলা ১১ টার দিকে কলেজের ল্যাব এসিস্ট্যান্ট মো: রাছেল (২৬) জীব বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র কেন্দ্র সচিবের কক্ষ থেকে কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতে নাতে আটক করেন পীরক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আলতাফ হোসেন। এসময় প্রশ্নপত্র পাচারের কাজে সহায়তা করায় কলেজের পিয়ন মোঃ রাকিবুল ইসলাম নাজমুলকে (২৬) আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়।
কেন্দ্র সাচিব জানিয়েছেন, মঙ্গলবার এই কেন্দ্রে পীরগঞ্জ মহিলা কলেজের ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন ।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply