রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঋণের সুদ বেড়ে যাওয়ায় লোকসানে চিনিকল: শিল্পমন্ত্রী

ঋণের সুদ বেড়ে যাওয়ায় লোকসানে চিনিকল: শিল্পমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট,ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।

ঋণের সুদ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় চিনিকলে খরচ ও লোকসান বেড়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ।

মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রশ্নোত্তরপর্বে তিনি এ কথা জানান ।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তরপর্ব সংসদের বৈঠকের শুরুতে  অনুষ্ঠিত হয় ।

শিল্পমন্ত্রী জানান, সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা না পেয়ে ব্যাংক থেকে উচ্চসুদে ঋণ নিয়ে চিনিকলগুলো পরিচালিত হচ্ছে । এতে করে ক্রমাগত ঋণের সুদ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে খরচ ও লোকসান ।

এছাড়াও লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ না পাওয়ায় চিনিকলগুলোর লোকসান বাড়ছে বলে উল্লেখ করেন । তিনি বলেন, সরকার থেকে আখ ও চিনির মূল্য নির্ধারণ করায় অনেক সময় বাজারের চাহিদা ও ভোক্তাদের বিষয় বিবেচনা করে চিনির মূল্য কমানোর প্রয়োজন পড়ে, কিন্তু আখের মূল্য স্থির থাকে । এতে লোকসান হচ্ছে বেশি। তারমধ্যে ফসলের বহুমুখীকরণে আখের চাষ কমে যাচ্ছে ।

উন্নত জাতের আখের জাত উদ্ভাবন না হওয়া, দক্ষ জনবলের অভাব সহ শ্রমনির্ভর কারখানা হওয়াতে চিনির উৎপাদন কমেছে বলে জানান মন্ত্রী ।

বাতায়ন২৪ডটকম/আশা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com