বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

ইভিএম মেশিনে কোন ত্রুটি নেই, পেছনে অনেকে দুষ্কর্ম করতে চান: ইসি রাশেদা

ইভিএম মেশিনে কোন ত্রুটি নেই, পেছনে অনেকে দুষ্কর্ম করতে চান: ইসি রাশেদা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর

বাতায়ন২৪ডটকম।। ইভিএম মেশিনে কোন ত্রুটি বিচ্যুতি নেই দাবি করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নতুন প্রযুক্তি হওয়ায় ইভিএম নিয়ে সংশয় সবার মধ্যে আছে। ইভিএম যন্ত্রের মধ্যে কোন ত্রটি নেই। সেখানে কোন ম্যানুপুলেশন করার সুযোগ নেই। যন্ত্র কখনও খারাপ হয় না।  যন্ত্রের পেছনে হয়তো অনেকে দুষ্কর্ম করতে চান। এধরণের দুষ্ককর্মকে আমরা প্রশ্রয় দেই নাই, দিবো না।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, স্টাফ অফিসার ও সহায়ক কর্মকর্তাদের বিষেশায়িত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ইসি রাশেদা বলেন, ইভিএম যন্ত্রের কিন্তু কোন ত্রুটি নেই। যন্ত্রেও ভেতরে কিন্তু কোন ধরণের ম্যানুপোলেশন করার সুযোগ নেই। এটা আমরা নিশ্চিত হয়েই আগামী ইলেকশনে আমরা দেড়শ আসনে ইলেকশন করার সিদ্ধান্ত নিয়ে দিয়েছি আমরা। অলরেডি আমাদের রোডম্যাপে আপনারা তা দেখেছেন। আমি শুধু বলবো, যন্ত্র কখনও খারাপ হয় না, যন্ত্রের পেছনে যারা হয়তো একটু দুস্কর্ম করতে চান। এটুকু আমি বলতে পারি, আমরা নির্বাচন কমিশন থেকে এ ধরণের প্রশ্রয় দেই নি, দেবো না। আপনারা আস্থা রাখতে পারেন ইভিএম মেশিন হতে পারে আমাদের ইলেকশনের ক্ষেত্রে একটা যুগান্তকারী বিষয়।

রাশেদা বলেন, একটা জিনিস খেয়াল করবেন, ইভিএম মেশিন দিয়ে জালভোট কখনই দেয়া সম্ভব হয় না, ভোটের আগে নির্দিস্ট টাইমের আগে মেশিন খোলেও না, ভোটও দেয়া যায় না। এটা আামরা পরীক্ষা করে দেখেছি, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আমি যদি একটা ভোট দিয়ে ফেলি, আবার ভোট দিতে গেলে টাইম বলবে আপনি ওতটার সময় ভোট দিয়ে ফেলেছেন। যতক্ষন পর্যন্ত আমার আঙ্গুলের ছাপ না মিলবে ততক্ষন মেশিন খুলবেই না। আট টায় ভোট হওয়ার কথা থাকলেও আটটার এক মিনিট আগেও ওটা খোলে না। এতগুলো বিষয় আমরা নিশ্চিত। এটা দিয়ে যদি সুন্দও একটা ইলেকশন হয়। তাহলে তো মানুষের আস্থাহীন হওয়ার কোন কারণ নেই। আমরাতো জনগনের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই এত কাজ করে যাচ্ছি। আপনারা একচু আস্থাশীল হোন। আস্থা তৈরি করতে হবে। সব কিছুতেই আস্থা নেই বললে তো হবে না।

ইসি রাশেদা বলেন, ইভিএম নিয়ে সংশয় অনেকের মনেই আছে। সাধারণ মানুষের মনেও আছে।কারণ ইভিএম একটা নতুন প্রযুক্তি, নতুন বিষয়। মানুষ আসলে ওর( ইভিএমএ) সাথে অভ্যস্ত না।

রাশেদা বলেন, আমি শুধু একটা কথাই বলবো। ইভিএম এ আপনারা আস্থা রাখেন। ইভিএম আসার পর ব্যপকভাবে আমরা এর পরীক্ষা নিরীক্ষা করেছি। আমরা প্রায় ৮-৯শ ইলেকশন আমরা করে ফেলছি। ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন, বাইইলেকশন এরকম ইলেকশন আমরা ইভিএম এ করে ফেলেছি। এসময় রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে লড়তে শনিবার সন্ধা পর্যন্ত  মেয়র পদে ১৩ জন, মহিলা কাউন্সিলর পদে ৬৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৮৯ জন মনোনয়ন ফরম তুলেছেন। মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন আগামী ২৯ নভেম্বর।

বাতায়ন২৪২৪ডটকম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com