স্টাফ করসপন্ডেন্ট
ইউল্যাব ইউনিভার্সিটির ছাত্রদলের কমিটিতে সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন রংপুর বদরগঞ্জ উপজেলার মো মুশফিকুর রহমান সূচক।
গত (২৪ আগস্ট) তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খাঁন এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সেই সাথে সূচক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২১ বিশ্ববিদ্যালয়ের কমিটির অনুমোদনে এই কমিটিতে বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশ ছাত্রদল(ইউল্যাব) এর ছাত্রদলের কমিটিতে স্হান পান মো মুশফিকুর রহমান সরকার (সূচক)।
তিনি রংপুর ২ আসনের সাবেক সংসদ মোহাম্মদ আলী সরকারের ভাতিজা।
মুশফিকুর রহমান বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বদরগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
এ বিষয়ে মুশফিকুর রহমান সূচক বলেন,দীর্ঘ সময় ধরে ছাত্র রাজনীতির সংগে জড়িত রয়েছি। বিভিন্ন সময় ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে ও গনতন্ত্র পুনঃ উদ্ধারের আন্দোলনে রাজপথে সংগ্রাম করেছি। আমি মনেকরি এই কমিটির মাধ্যমে আমার সকল পরিশ্রম ও ত্যাগের যথাযত মুল্যায়ন হয়েছে। আমি সহ সকল নেতাকর্মীদের একটি রাজনৈতিক পরিচয় দেওয়ায় দেশনায়ক জনাব তারেক রহমানকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই কমিটির মাধ্যমে দেশের এই ক্রান্তিলগ্নে গনতন্ত্র পুনঃ উদ্ধার আন্দোলন আরও বেগবান হবে বলে আমি মনে করি। সামনের দিনগুলোতে তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সকলের দেয়া ও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply